লবণের পুতুল সাগরে ঢুকলো... আলাদা কিছু রইলো না
- Sadhguru
- Apr 14
- 1 min read


– অবগাহন –
লবণের পুতুল
দাঁড়িয়ে ছিল
নীল নিরবতার কিনারায়,
চোখে তার বিস্ময় — জাগে প্রশ্ন
"আমি কি শুধু নুন?
না কি কিছু আরও বেশী?"
জন্মের পূর্বে
যে জলে ছিল
তারই টানে
এসেছিল ফিরে,
কিন্তু আজ সে পুতুল—
আছে রূপ , আছে আকার ,
আছে আমিত্বের অহংকার ।
পায়ে জল ছুঁলো
যখন প্রথম,
গা বেয়ে নামলো
এক শীতল জিজ্ঞাসা—
"যেখানে মিশে যাই,
সেখানেই কি হারাই?"
সাগর হাসে… নিরুত্তর।
সে নামলো ধীরে—
প্রথমে পা,
তারপর কোমর, বুক,—
একটুএকটু করে
প্রতিটি ঢেউ
টেনে নিল তাকে
করিয়ে দিল মনে—
তুমি জন্মেছো যে জলে।
শেষে মাথা ডুবলো,
চোখে ছিল না আর ভয়,
শুধু বিস্ময়ে ভরা শূন্যতা—
আমি নেই, আমিই সব।
সাগর তখন উঠলো বলে—
"তুই তো আমি, আমিই তো তুই।"
লবণের পুতুল সাগরে ঢুকলো—
আলাদা কিছু রইলো না।

